বিএসএমএমইউতে চিকিৎসাসেবা দেবেন মালয়েশিয়ার হৃদরোগ বিশেষজ্ঞ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৭ মে ২০১৮

মালয়েশিয়ার বিখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট দাতুক ডা. রসলি মো. আলী আগামী ১৩ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগে জটিল হৃদরোগীদের চিকিৎসাসেবা প্রদান করবেন।

বিএসএমএমইউ’র এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আগ্রহী রোগীদের এ বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ৪১৮নং কক্ষে অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ডা. রসলি মো. আলী বর্তমানে মালয়েশিয়ার কার্ডিয়াক ভাসকুলার সেন্ট্রাল কুয়ালালামপুর কার্ডিওলজি বিভাগে কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত।

এমইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।