স্বাস্থ্য খাতের ১০ শতাংশ হোমিওপ্যাথিক চিকিৎসায় বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২৭ এপ্রিল ২০১৮

জাতীয় বাজেটের স্বাস্থ্য খাতে বরাদ্দের ১০ শতাংশ হোমিওপ্যাথিক চিকিৎসা খাতে বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস ফাউন্ডেশন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে হোমিওপ্যাথিক চিকিৎসার জনক স্যামুয়েল হ্যানেমানের জম্ম জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি ডা. সাখাওয়াত ইসলাম ভূঁইয়া বলেন, গরিব মানুষের একমাত্র চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা। অল্প টাকায় এ চিকিৎসার মাধ্যমে হাজারও মানুষ বেঁচে আছেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ডিএইচএম চিকিৎসক রেজিস্ট্রেশন ১৯৯৮ সালে আইন মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত হয়েও ২০০১ সালে এ ক্ষেত্রে উন্নয়ন বন্ধ রয়েছে। কলেজে ভর্তিসহ অনেক খরচ বেড়ে গেছে। হোমিওপ্যাথি এগিয়ে যাচ্ছে কিন্তু ডিএইচএমএস ডাক্তারের ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে তারা অস্তিত্ব সংকটে পড়বেন।

আয়োজকদের পক্ষ থেকে এ সময় আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য, চার বছরের ডিপ্লোমা, ছয় মাসের ইন্টার্নশিপসহ ডি এইচ এম এস কোর্সের মান সম্পর্কে স্নাতক ডিগ্রি ঘোষণা, জাতীয় বাজেটের স্বাস্থ্য খাতে বরাদ্দের ১০ শতাংশ হোমিওপ্যাথিক চিকিৎসা খাতে বরাদ্দ, ইন্টার্ন ডাক্তারদের মাসিক ভাতা ৫ হাজার টাকা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা, ছাত্রদের ভর্তি ও রেজিস্ট্রেশন এবং চিকিৎসকদের রেজিস্ট্রেশন অনলাইনে যুক্ত, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান ভিক্তিতে পরিচালিত এবং মেডিকেল কলেজ হাসপাতালে হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্র প্রতিষ্ঠা করতে হবে বলে দাবি জানান তারা।

আলোচনা সভায় বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস ফাউন্ডেশনের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মশিউর রহমান, ডা. রিয়াজ উদ্দিন প্রমুখ।

এএস/ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।