স্বাধীনতা দিবসে বিএসএমএমইউ'র নানা কর্মসূচি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৫ মার্চ ২০১৮

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোক-সজ্জাকরণ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে রোগীদের জন্য খাবার পরিবেশন, বিএসএমএমইউ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর মোনাজাত ইত্যাদি রয়েছে।

এ দিবসে সকাল ৬টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর ৬টা ৩০ মিনিটে বি-ব্লকের নিচে স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে উপ-উপাচার্যরা, কোষাধ্যক্ষ, ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালকরা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা, অফিস প্রধানরা, শিক্ষকরা, ছাত্র-ছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করবেন।

বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের পর ৬টা ৪৫ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল ৮টায় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে এ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

রোববার ২৫ মার্চ ২০১৮ রাত ৯টা থেকে হাসপাতাল ব্যতীত অন্যান্য ভবনে সব আলো নিভিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হবে।

এমইউ/এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।