আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি প্রকল্প উপস্থাপনের নির্দেশ
ঢাকা সেনানিবাস আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি প্রকল্প একনেকে অনুমোদনের জন্য দ্রুত উপস্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। পাশাপাশি এর বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ে শিগগিরই প্রস্তাব প্রেরণের নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি প্রকল্পের ওপর প্রকল্প বাছাই কমিটির সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এই নির্র্দেশ দেন।
সভায় মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের নিরলস প্রচেষ্টা ও নানামুখী উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন জরুরি। এই প্রকল্প বাস্তবায়ন হলে সাধারণ মানুষের জন্য আধুনিকমানের প্যাথলজি সেবা গ্রহণের সুযোগ আরও সহজতর হবে।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ইনস্টিটিউটের পরিচালক মেজর জেনারেল দেবাশীষ সাহাসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমইউ/বিএ