বাণিজ্য নয়, রোগীদের স্বার্থে গবেষণা পরিচালিত হচ্ছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও চিকিৎসাবিষয়ক গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রকফেলার ফাউন্ডেশন, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, সিএমএইচ, ইউনিসেফ, জন হপকিন্স, শিকাগো ইউনিভার্সিটি, মাহিদোল বিশ্ববিদ্যালয়, কানাডার নভেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

ভিসি বলেন, বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে প্রতিদিন ৮ হাজার রোগী সেবা নিচ্ছেন। এ থেকেই প্রমাণিত হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার সকালে ইম্পিরিয়াল কলেজ লন্ডনের অনারারি ক্লিনিক্যাল লেকচারার ডা. মনজুর শওকতের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইম্পিরিয়াল কলেজ লন্ডনের যৌথ গবেষণার প্রয়াস, রোগীদের উন্নত সেবা বৃদ্ধিকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল হাসান জানান, উচ্চতর চিকিৎসা শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রেসিডেন্ট শিক্ষার্থীদের জন্য মাসিক ২০ হাজার টাকা পারিতোষিকের ব্যবস্থা করা হয়েছে। অধিভুক্ত রেসিডেন্ট শিক্ষার্থীদের জন্য কোনো টাকাই বরাদ্দ ছিল না। প্রকৃতপক্ষে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনো ধরনের বাণিজ্য নয়, বরং রোগীদের স্বার্থ, উচ্চতর ডিগ্রি অর্জনের অভিপ্রায়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বার্থ, উন্নত গবেষণার মাধ্যমে প্রতিনিয়ত চিকিৎসা-সেবার মান ও সুযোগ বৃদ্ধির কথা বিবেচনায় নিয়েই এ বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা, চিকিৎসা সেবাসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী ও ডিপার্টমেন্ট অব অটোল্যারিংগোলজি হেড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এমইউ/এমআরএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।