সরকারি দুই মেডিকেল কলেজ পেল নতুন অধ্যক্ষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৫ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭

 

সরকারি দুই মেডিকেল কলেজ-শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ ও এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শাহানারা ইয়াসমিন লিলি স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সব তথ্য জানানো হয়েছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার শিশু বিভাগের সহযোগী অধ্যাপক (সহযোগী অধ্যাপক, ওএসডি,স্বাস্থ্য অধিদফতর ও শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল এ সংযুক্ত হিসেবে বদলির আদেশাধীন) ডা. মো. রফিকুল ইসলামকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক , শিশু ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালীতে ও এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরের উপাধ্যক্ষ ও এনাটমি বিভাগের অধ্যাপক ডা. কান্তা রায় রিমিকে একই কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়।

এমইউ/জেএইচ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।