ইয়েমেনের কলেরা নিয়ন্ত্রণে আইসিডিডিআর,বি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৫ অক্টোবর ২০১৭

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের চিকিৎসক এবং নার্সদের একটি দলকে কলেরা ব্যবস্থাপনার ওপর সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান করছে আইসিডিডিআর,বি-র বিশেষজ্ঞ দল। এ দলের সদস্যরা দেশজুড়ে চলমান কলেরা মহামারি রোধে কাজ করছে। কুয়েতি সহযোগিতার মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম চলছে। ইয়েমেনে প্রায় ৬ লাখ মানুষ কলেরা আক্রান্ত।

আইসিডিডিআর,বি-র মিডিয়া ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হয়ে ১১ তারিখ পর্যন্ত আইসিডিডিআর,বি-র ঢাকা হাসপাতালে এ প্রশিক্ষণ চলবে।

ইয়েমেনের জনস্বাস্থ্য ও জনসংখা মন্ত্রণালয়ের রিপোর্টেও বরাত দিয়ে বলা হয়, শুধুমাত্র এ বছরের আগস্ট মাসেই ১ লাখ ৫২ হাজার ২১৬ জন মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে যার মধ্যে ১১৭ জন মারা গেছেন।

অবকাঠামোর অভাব এবং বর্তমান মানবিক সংকটের সংমিশ্রণ এই মহামারি বিস্তারে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। এ পর্যন্ত প্রায় ৬ লাখ মানুষের কলেরায় আক্রান্ত হওয়া এবং দুই হাজার আটত্রিশ জনের প্রাণহানি ঘটা নিঃসন্দেহে হতাশাজনক।

icddrb-1-pic

সাম্প্রতিক খরা এবং পানির অভাবের কারণে ইয়েমেন পৃথিবীর তীব্র পানি সংকটের দেশগুলোর অন্যতম। চলমান সহিংসতা লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে, যারা এখন অপর্যাপ্ত আবাসন, পানি, স্যানিটেশন এবং খাদ্য-সংকটে জীবনযাপন করছে। ২০১৬ সালে সংঘর্ষ ছড়ানোর পর থেকে স্বাস্থ্যখাতের প্রায় অর্ধেক হাসপাতাল ও ক্লিনিক বিধ্বস্ত হয়ে যায়।

জাতিসংঘের মতে, ইয়েমেন বিশ্বের বৃহত্তম মানবিক সংকটকে প্রতিনিধিত্ব করে। এ মানবিক সংকটের প্রতি সাড়া দিয়ে কুয়েতি উইমেনস ফিলানথ্রোপিক টিম আইসিডিডিআর,বি-কে আর্থিক সহায়তা করছে যেন ইয়েমেনি স্বাস্থ্যকর্মীকে কলেরা নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ প্রশিক্ষণ প্রদান করতে পারে।

কুয়েতি উইমেনস ফিলানথ্রোপিক টিমের ম্যাডাম লায়লা আব্দুল্লাহ থৌনায়ান আলঘানিম বলেন, আমরা আইসিডিডিআর,বি-কে নির্বাচন করেছি কেননা এটি একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা বৈশ্বিক কলেরা মোকাবিলায় অপ্রতিদ্বন্দ্বী।

কুয়েতি জনহিতৈষী সংস্থার আর্থিক সহায়তায় ২০ জন ইয়েমেনি ডাক্তার এবং নার্সের আইসিডিডিআর,বি-র ঢাকা হাসপাতাল যেটি বিশ্বের সর্ববৃহৎ ডায়রিয়া রোগের চিকিৎসা কেন্দ্রে হাতে কলমে কলেরা ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ পাবে। তারা মহামারী নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ, নজরদারি, কেস ম্যানেজমেন্ট, এবং বর্জ্য ব্যবস্থাপনা ও সেনিটেশন এর ওপরও প্রশিক্ষণ পাবে।

আইসিডিডিআর,বি-র উপনির্বাহী পরিচালক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ইয়েমেনে কলেরার প্রাদুর্ভাব নিয়ে আমরা বিশেষভাবে উদ্বিগ্ন ছিলাম। আমরা এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য কুয়েতি উইমেন্স ফিলানথ্রোপিক টিম, ইয়েমেনের জনস্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সহযোগী সংস্থার প্রতি কৃতজ্ঞ।

এমইউ/একে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।