ক্লিনিক্যাল প্যাথলজি এখন ‘ল্যাবরেটরি মেডিসিন বিভাগ’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৬ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ইনষ্টিটিউট ও জেলা সদর হাসপাতালে ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের নাম পরিবর্তন করে ‘ল্যাবরেটরি মেডিসিন বিভাগ’ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ অধিশাখার উপ-সচিব খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেসব স্থাপনায় ল্যাবরেটরি মেডিসিন বিভাগ নেই সেসব স্থাপনায় এ নামে বিভাগ খোলার সুপারিশ করা হলো।

এমইউ/ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।