স্বাস্থ্যসেবা বিভাগের ৩৫ কর্মকর্তাকে পদোন্নতি ও পদায়ন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

স্বাস্থ্যসেবা বিভাগের ৩৫ কর্মকর্তাকে উপ-পরিচালক/সমমানের পদে পদোন্নতি প্রদান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসঙ্গে তাদের রাজধানীসহ দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন/বদলি করা হয়েছে। স্বাস্থ্য বিভাগীয় কমিটির (ডিপিসি) সুপারিশক্রমে এ পদোন্নতি দেয়া হয়।

সোমবার স্বাস্থ্যসেবা বিভাগ পারসোনাল শাখা-২-এর যুগ্ম সচিব (প্রশাসন-২) এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী সাতদিনের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। তা না হলে অষ্টমদিনে তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হবেন।

পদোন্নতি ও পদায়নপ্রাপ্তদের বিস্তারিত তথ্য এখানে দেখুন

এমইউ/জেডএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।