আব্দুল জব্বারের শয্যাপাশে বিএসএমএমইউ ভিসি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৭ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিউ) চিকিৎসাধীন দেশবরেণ্য, গুণী ও অসংখ্য কালজয়ী গানের শিল্পী আব্দুল জব্বার। রোববার তাকে দেখতে যান এই বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

তিনি আব্দুল জব্বারের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন ও দ্রুত আরোগ্য কামনা করেন।

এসময় সেখানে বিএসএমএমইউ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

রোববার বিকেলে আব্দুল জব্বাবের বড় ছেলে মিথুন জব্বার জাগো নিউজকে জানিয়েছেন, আব্দুল জব্বারের অবস্থার ইতিবাচক পরিবর্তন হয়েছে। তবে এখনও তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

তিনি জানান, ‘বাবা এখনও আইসিইউতে ভর্তি রয়েছেন। উনি মাঝে মাঝে চোখ মেলে তাকান। তবে কিছু বলতে পারছেন না এবং কাউকে চিনতেও পারছেন না। সার্বক্ষণিক ডাক্তার তাকে দেখভাল করছেন।’

মিথুন জব্বার বলেন, ‘শনিবার (গতকাল) তার অবস্থার অবনতি হয়েছিল। এ নিয়ে চারদিকে হৈ চৈ পড়ে গিয়েছিল। আমরাও ভেবেছিলাম খারাপ কিছু হয়ে যেতে পারে। আল্লাহর অশেষ রহমতে বাবা আজ কিছুটা ভালো আছেন। চিকিৎসকরা এখনও আশা ছাড়েননি। দোয়া চাই সবার কাছে আমার বাবার জন্য।’

জানা গেছে, আব্দুল জব্বারের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। এছাড়া তার প্রেসার একেবারেই নেমে যাচ্ছে, পায়ে পানি নেই। তিন মাসের বেশি সময় হাসপাতালে শুয়ে আছেন তিনি। পিঠের অনেক স্থানে ঘা হয়ে গেছে।

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধের সময় আব্দুল জব্বার হারমোনিয়াম গলায় ঝুলিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে গিয়ে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্ধুদ্ধ করেছেন। সেই দুঃসময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই শিল্পীর গাওয়া বিভিন্ন গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে।

গলায় হারমোনিয়াম ঝুলিয়ে ভারতের বিভিন্ন স্থানে গণসংগীত গেয়েছেন তিনি। গান গেয়ে প্রাপ্ত ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন। তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক অর্জন করেছেন।

১৯৭১ সালে তিনি মুম্বাইয়ে ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য জনমত তৈরিতে নিরলসভাবে কাজ করে যান।

‘ও..রে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’ ও ‘পিচ ঢালা এই পথটাকে ভালোবেসেছি’সহ অসংখ্য কালজয়ী গান গেয়েছেন শিল্পী আব্দুল জব্বার।

এমইউ/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।