অটিজম মোকাবেলায় আরও নিষ্ঠাবান হওয়ার নির্দেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২০ আগস্ট ২০১৭
ফাইল ছবি

অটিজম মোকাবেলায় জাতীয় কৌশলপত্র পরিকল্পনা বাস্তবায়নে আরও নিষ্ঠাবান ও মনোযোগী হওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে অটিজম মোকাবেলায় জাতীয় কৌশলপত্র পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।

সভায় স্বাস্থ্য, শিক্ষা, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একজন ফোকাল পয়েন্ট প্রতিনিধি মনোনীত করা হয়। আগামী ২৬ আগস্ট মনোনীত প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে পরিকল্পনা বাস্তবায়নের কার্যপন্থা নির্ধারণে দিনব্যাপী এক কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অটিজম মোকাবেলায় বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের একনিষ্ঠ ও আন্তরিক প্রয়াসের ফলে অটিজম মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগ বিশ্ব নেতাদের কাছে ভূয়সী প্রশংসা অর্জন করছে।

অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কৌশল বাস্তবায়নে সহযোগীতামূলক ফ্রেমওয়ার্ক প্রণয়নে সায়মা ওয়াজেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্নায়ুজনিত সমস্যায় আক্রান্তদের কার্যকর সেবা ও সহায়তা প্রদান জোরদার করতে হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সেবা খাতে অটিজমকে বিশেষ গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কর্মকৌশল প্রণয়নে মনোনিবেশ প্রয়োগে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল হোসেন খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমইউ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।