রাজধানীতে মশা রোধে মাঠে সিটি করপোরেশন


প্রকাশিত: ০৪:২৩ এএম, ০৯ জুলাই ২০১৭

এডিস মশাবাহিত রোগ চিকুনগুনিয়া প্রতিরোধে মাঠে নেমেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা অভিযান, মসজিদে নামাজের বয়ানে প্রচার, লিফলেট বিতরণ, র্যালি, আলোচনা সভা, মাইকিং করছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

গতকাল শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মণিপুরিপাড়ায় র্যালি ও আলোচনা সভা করে। র্যালি থেকে লিফলেটের মাধ্যমে এডিস মশা রোধে করণীয় বিষয়ে প্রচারণা চালানো হয়।

অন্যদিকে, দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মহানগর মহিলা কলেজ ও নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় করে। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল সবাইকে ঘর ও আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

এছাড়া ডিএসসিসির উদ্যোগে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল, মানিকনগর মডেল হাইস্কুল, দনিয়া একে হাইস্কুলে মতবিনিময় সভা হয়। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।

আজ রোববার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম চলবে।

এদিকে, শনিবার `ঢাকাবাসী`র উদ্যোগে হাজারীবাগ পার্কে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঘুড়ি র্যালির আয়োজন করা হয়।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।