বিএসএমএমইউর সঙ্গে আইসিডিডিআরবির সমঝোতা স্মারক সই


প্রকাশিত: ১২:৪০ পিএম, ২২ জুন ২০১৭

গবেষণার মাধ্যমে শিশু মৃত্যুর কারণ উদঘাটন, শিশু মৃত্যুহার কমানো এবং প্রতিকার সংক্রান্ত আন্তর্জাতিক গবেষণায় যুক্ত হতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর সঙ্গে আইসিডিডিআরবির সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার বিএসএমএমইউর পক্ষে ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান ও আইসিডিডিআরবির পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক প্রফেসর জন ডি ক্লেমেন্স সমঝোতায় সই করেন ।

এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্যাথলজি বিভাগের চেয়ারম্যান ও নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. অসীম রঝ্জন বড়ুয়া, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ কামাল, আইসিডিডিআরবির প্রকল্প সমন্বয়কারী ড. সানয়ারুল বারী, সিনিয়র ডিরেক্টর ড. শামস আল আরেফিন, অ্যাসোসিয়েট সাইনটিস্ট ড. হোসাইন এম এস সাজ্জাদ প্রমুখ।

এ চুক্তির ফলে চিকিৎসা সংক্রান্ত প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও আন্তর্জাতিক প্রশিক্ষণেও সহায়ক হবে।

উল্লেখ্য, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় পরিচালিত একটি আন্তর্জাতিক কর্মসূচি হলো চাইল্ড হেলথ অ্যান্ড মরটালিটি প্রিভেনশন সার্ভিলেন্স নেটওয়ার্ক। যা আমেরিকার ইমোরি ইউনিভার্সিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচিতে যুক্ত হয়ে আফ্রিকার ৭টি দেশ গত দুই বছর থেকে শিশু মৃত্যুর কারণ উদঘাটনে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশও এর সঙ্গে যুক্ত হয়েছে।

বাংলাদেশে আইসিডিডিআরবি, মহাখালীর আইডিইসিআর, ফরিদপুর মেডিকেল কলেজ এবং আজকের সমঝোতা স্মারকের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যুক্ত হলো। অর্থাৎ আমেরিকার ইমোরি ইউনিভার্সিটির চাইল্ড হেলথ অ্যান্ড মরটালিটি প্রিভেনশন সার্ভিলেন্স নেটওয়ার্ক এর সঙ্গে যুক্ত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

আজকের সমঝোতা স্মারকের আওতায় এ বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগ শিশু মৃত্যুর কারণ নির্ণয়সহ শিশু মৃত্যুর হার হ্রাস ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে আমেরিকার সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল আটলান্টাসহ অন্যান্য আন্তর্জাতিক বিশেষজ্ঞগণের সঙ্গে টেলি কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করে কার্যক্রম পরিচালনা করবে।

এমইউ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।