হিমোফিলিয়া রোগীদের চিকিৎসার্থে বিশেষায়িত হাসপাতাল হবে


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ০৬ জুন ২০১৭

হিমোফিলিয়া (বংশানুক্রমিক জিনগত রোগ) রোগীদের চিকিৎসা সুবিধার্থে সরকার বিশেষায়িত হাসপাতাল স্থাপনের চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হিমোফিলিয়া ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় ৩ হাজার হিমোফিলিয়া রোগী রয়েছে। এ রোগের চিকিৎসা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে হিমোফিলিয়া রোগীদের চিকিৎসা সুবিধা রয়েছে। কিন্ত বিশেষায়িত চিকিৎসা জটিল, ব্যয়বহুল ও বিশেষ প্লান্টের মাধ্যমে দিতে হয়।

জাতীয় পার্টির অপর সদস্য এ কে এম মাঈদুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষায়িত হাসপাতাল ছাড়াও সকল মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ও নিউরো-সার্জারির আধুনিক চিকিৎসা সেবা চালু রয়েছে।

এ ছাড়া পর্যায়ক্রমে জেলা সদর হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে বলেও জানান তিনি।

এইচএস/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।