চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বিএমএর মানববন্ধন


প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২১ মে ২০১৭

চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

রোববার রাজধানীসহ সারাদেশে বিএমএর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিএমএর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানসহ অন্যান্য চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে বক্তারা এই ন্যাক্কারজনক হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এরআগে শনিবার বিএমএর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত অনুসারে রোববার দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে কালোব্যাজ ধারণ করা হয়।
 
এদিকে, আগামী ২৩ মে সারাদেশে দিনব্যাপী প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্তের সঙ্গে আজকের মানববন্ধন থেকে একাত্মতা ঘোষণা করা হয়।

এমইউ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।