ঢাকায় বিড়লা হাসপাতালের তথ্য কেন্দ্র উদ্বোধন


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৬ মে ২০১৭

রাজধানীর ধানমন্ডিতে ভারতের সি কে বিড়লা হাসপাতালের আউটরিচ সেন্টার ও তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় রিফলেক্ট মেডিকেল সেন্টারে এর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে রিফলেক্ট মেডিকেল সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সি কে বিড়লা গ্রুপ হাসপাতালের চিফ অপারেটিং অফিসার (সিইও) ও চেয়ারম্যান উত্তম বোস।

তিনি বলেন, এখন রোগীরা বিড়লা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ বাংলাদেশ থেকেই নিতে পারবেন। স্থানীয় রিফলেক্ট মেডিকেল সেন্টারের সহযোগিতায় রোগীরা সকল রোগের সেবা নিতে পারবেন।

তিনি আরও বলেন, আউটরিচ ক্লিনিকের মাধ্যমে রোগীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি ভারতের সিকে বিড়লা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারবেন। প্রাথমিকভাবে রোগীদেরকে প্রিভিলেজ হার্ট কার্ড করা হবে। এতে রোগীরা সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা নিতে পারবেন। এছাড়া বিভিন্ন পরীক্ষাসহ ডাক্তার, কনসালটেশন ফি ও ওষুধ ক্রয়ের ক্ষেত্রে শতকরা ১০ ভাগ ছাড় দেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিফলেক্ট মেডিকেল সেন্টারের চেয়ারম্যান কাজী মনসুর উল হক, সি কে বিড়লা হাসপাতালের গ্রুপ হেড মার্কেটিং সোমব্রত রায়, গ্রুপ ব্রান্ডিং অরুন্ধুতি সেন, সিনিয়র ম্যানেজার অভিজাত সাহা প্রমুখ।

এমইউ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।