টিকাদান সচেতনতা সপ্তাহ শুরু আজ


প্রকাশিত: ০৩:৫৭ এএম, ২৪ এপ্রিল ২০১৭

দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে বিশ্ব টিকাদান সচেতনতা সপ্তাহ। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এ সপ্তাহটি পালনের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

‘টিকা শিশুর জীবন বাঁচায়’ এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে এই সচেতনতা সপ্তাহ শুরু হচ্ছে। এ সপ্তাহ চলবে ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।

২০১২ সালে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ৬৫তম সভার সিদ্ধান্তের আলোকে এপ্রিল মাসের শেষ সপ্তাহে এই সপ্তাহ পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে এবারই প্রথম এই সপ্তাহ পালিত হচ্ছে। আজ সোমবার দুপুর ১২টায় জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মো. জাহিদ মালেক এই সপ্তাহের উদ্বোধন করবেন।

উল্লেখ্য, ২০১৫ সালের জরিপের ফল অনুযায়ী ইপিআইয়ের আওতায় এক বছরের নিচের শিশুদের মধ্যে প্রথম টিকা গ্রহণের হার প্রায় শতভাগ (৯৯ শতাংশ), যা ১৯৮৫ সালে ছিল মাত্র ২ শতাংশ।

এআরএস/জেআই্এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।