জঙ্গিবাদ রুখে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় বিএসএমএমইউর
জঙ্গিবাদ রুখে দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার অঙ্গীকারে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪২৪।
বাঙালির সবচাইতে বড় সার্বজনীন উৎসব, অসাম্প্রদায়িক চেতনায় সমুজ্জ্বল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় বিএসএমএমইউ’র ‘এ’ ও ‘বি’ ব্লকের মধ্যবর্তীস্থল বটতলায় বর্ষবরণ অনুষ্ঠানের শুভারম্ভ ঘোষণা করেন ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
বর্ষবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া সকাল সাড়ে ৮টায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগম, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. এনায়েত করিম, সিন্ডিকেট মেম্বার ও বর্ষবরণ-১৪২৪ উদযাপন কমিটির সমন্বায়ক ডা. হারিসুল হক, পরিচালক (হাসপাতাল) ব্রি. জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (মানবসম্পদ) ডা. জামাল উদ্দিন খলিফা, বিএমএ সদস্য অধ্যাপক ডা. জহুরুল হক সাচ্চু, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, উপ-রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রক্টর অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, বাঙালির সবচাইতে বড় উৎসব পহেলা বৈশাখে বর্ষবরণ। দলমত নির্বিশেষ সারাদেশে আজ এই উৎসব উদযাপিত হচ্ছে। আজকের দিনের অঙ্গীকার হোক জঙ্গিবাদ রুখে দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার।
এমইউ/এমএমজেড/পিআর