ধূমপানের কারণে স্বরযন্ত্র ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে
দেশে স্বরযন্ত্রের ক্যান্সারের রোগীর সংখ্যা বাড়ছে। এ রোগে আক্রান্ত হওয়ার মূল কারণ ধূমপান। ধূমপান নিয়ন্ত্রণ করা গেলে এ মরণব্যাধি অনেকাংশে কমে আসবে।
শনিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে ‘দ্বিতীয় হেড অ্যান্ড নেক সার্জারি বিষয়ক ওয়ার্কশপ ২০১৭ অন কারসিনোমা ল্যারিনক্স : ম্যানেজমেন্ট আপডেট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অটোল্যারিনগোলজি হেড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, ওআরএলএইচএনএস সেক্রেটারি অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক সাচ্চু, বিএসএইচএনএস সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ ফকির, সহযোগী অধ্যাপক ডা. মো. মোসলেহ উদ্দিন প্রমুখ।
কর্মশালায় ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের দুজন বিশিষ্ট হেড নেক সার্জন এবং একজন রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞসহ দেশের প্রায় ৩০০ জন ইএনটি সার্জন যোগদান করেন।
এমইউ/বিএ/আরআইপি