বিএসএমএইউ’তে অটিজম শিশুদের আর্ট ক্যাম্প


প্রকাশিত: ০৪:০২ পিএম, ০১ এপ্রিল ২০১৭

বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৭ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শনিবার আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজমের (ইপনা) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত আর্ট ক্যাম্পে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা অংশ নেয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কোইকার কান্ট্রি ডিরেক্টর জো হিয়ুন গ্যিয়ু, ইপনা`র প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. শাহীন আখতার, আর্ট ক্যাম্পের বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং চিত্র ও অভিনয় শিল্পী বিপাশা হায়াত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কোরিয়া বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কেবিএএ) প্রেসিডেন্ট মনজুর হোসেন।

আর্ট ক্যাম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত বিশেষায়িত স্কুলের প্রায় দেড় শতাধিক অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু অংশ নেয়। আর্ট ক্যাম্প শেষে বিচারকদের বাছাইয়ে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়। বিশেষ পুরস্কার দেয়া হয় অংশগ্রহণকারী সব শিশুকে।

এমএমএ/ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।