বিএসএমএমইউতে ৮ ঘণ্টায় এমফিল ভর্তির ফল প্রকাশ


প্রকাশিত: ০৩:১১ পিএম, ৩১ মার্চ ২০১৭

পরীক্ষা গ্রহণের আট ঘণ্টার মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) জুলাই-২০১৭ সেশনের এমফিল/এমএমএড/ডিপ্লোমা কোর্সসমূহের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

ঘোষিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) পাওয়া যাচ্ছে। শুক্রবার রাত ৮টায় বিএসএমএমইউ-এর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মূল ও পশ্চিম পলাশী ক্যাম্পাসে এ কোর্সগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর মেডিসিন, সার্জারি, ডেন্টিস্ট্রি এবং বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের অধীনে এমফিল, এমএমএড ও ডিপ্লোমা কোর্সগুলোতে ভর্তির জন্য মোট ৬ হাজার ৫৫৬ পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন মোট ৬ হাজার ৭৮ পরীক্ষার্থী।

এর মধ্যে এমফিল-এ ১৭৭টি, এমএমএড-এ ১০টি এবং ডিপ্লোমা কোর্সে ৭৫৪টি আসন রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে সকালে বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এ সময় প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমইউ/এমএমএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।