বিশ্বে ৮ শতাংশ মানুষ নাক ডাকা রোগে আক্রান্ত


প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৮ মার্চ ২০১৭

বিশ্বের ৮ শতাংশ মানুষ নিদ্রাজনিত রোগ ও নাক ডাকা সমস্যায় আক্রান্ত। মাত্রাতিরিক্ত ওজন, ধূমপান, নাক ও গলার বিভিন্ন সমস্যা এর প্রধান কারণ। তবে নিয়মিত ব্যায়াম, সুষম খাবার গ্রহণ, ওজন কমানো, ধূমপান নিবারণ এবং নাক ও গলা রোগের সুচিকিৎসার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব।

‘অ্যাসোসিয়েশন অব সার্জন ফর স্লিপ অ্যাপনিয়া’র উদ্যোগে সোমবার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে বিশ্ব নিদ্রা দিবস, ২০১৭ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব ও স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালের নাক, কান ও গলা বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।

এমইউ/আরএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।