মাদক-দুর্নীতি প্রতিরোধে তরুণ শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান


প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাদক ও দুর্নীতি প্রতিরোধে তরুণ শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে রোববার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দুদক চেয়ারম্যান তরুণ শিক্ষার্থীদের দেশকে নিজের করে ভাবার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাদক ও দুর্নীতিমুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইয়ে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফkরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান সীমান্তবর্তী দেশসমূহ থেকে মাদক প্রবেশ রোধে বিজিবিকে শক্তিশালী করা এবং তরুণ শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কাউন্সিলিং সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি অদূর ভবিষ্যতে চাকরি ক্ষেত্রে যোগ্যতা নিরূপণে মেডিকেল টেস্টের পাশাপাশি ডোপ টেস্ট চালু করা হবে মর্মে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

Drug

এ সময় তিনি তরুণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ারের বিষয়টি মাথায় রেখে মাদক থেকে নিজেদের দূরে রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মানস চেয়ারম্যান ডা. অরূপ রতন চৌধুরী বলেন, সিগারেট হচ্ছে মাদকের গেটওয়ে। পিয়ার প্রেসারের মাধ্যমে প্রথমে সিগারেটে আসক্ত হয় এবং পরবর্তীতে মাদকের দিকে ধাবিত হয়। গবেষণার মাধ্যমে জানা যায়, সিগারেটে ২৫ ধরনের ইনগ্রেডিয়েন্স রয়েছে, যা স্বাস্থ্যের জন্য প্রত্যক্ষভাবে ক্ষতিকর।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক প্রফেসর ড. এমদাদুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, ট্রাস্টি বোর্ড সদস্য এমএ হাসেম ও শাহজাহান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনোয়ারুল হক।

এমইউ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।