সারা দেশে মডেল ফার্মেসী স্থাপন করা হবে


প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

সারা দেশে মডেল ফার্মেসী স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে তিনি ফার্মেসীতে রেজিস্টার্ড ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে বলেও জানান।

বুধবার সকালে রাজধানীর গুলশান ও বানানী এলাকায় ৫টি মডেল ফার্মেসী উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সারা দেশে মডেল ফার্মেসী স্থাপন করার চেষ্টা করছি। আমি নিজেও গুলশানের বাসিন্দা। এই এলাকায় ৩টি মডেল ফার্মেসী উদ্বোধন করলাম। আমরা খুবই আনন্দিত ও খুশি। এ সমস্ত ফার্মেসী থেকেই আমাদের ওষুধ কিনতে হয়।

মন্ত্রী বলেন, ওষুধশিল্পের জন্য যে নীতিমালা আছে সে অনুযায়ী আপনারা ওষুধ বিক্রি করবেন এবং রাখবেন। আশা করবো আপনারা কোনো ধরণের ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখবেন না এবং যে সব ওষুধের অনুমতি নেই সেগুলো বিক্রি থেকে বিরত থাকবেন।

উদ্বোধন হওয়া ফার্মেসীগুলো হচ্ছে- সাফাবি ফার্মেসী, আল মদিনা ফার্মেসী, ইসলাম ফার্মা, তামান্না ফার্মেসী ও ফ্রেসক্রিফশন এইড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, পরিচালক রুহুল আমিন ও বিভিন্ন ওষুধ কোম্পানির মালিকরা।

এমএসএস/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।