যৌনস্বাস্থ্যের সঠিক সেবা সম্পর্কে জানেন না ৮০ শতাংশ মানুষ
যৌনস্বাস্থ্য একটি প্রয়োজনীয় বিষয় হলেও দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ এ রোগের সঠিক সেবা কোথায় পাওয়া যায় তা জানেন না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
সোমবার বিএসএমএমইউ’র ডা. মিল্টন হলে মনোরোগ বিদ্যা বিভাগের যৌন সমস্যা, যৌনরোগ, যৌনস্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত সেবাকেন্দ্র সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিকের উদ্যোগে আয়োজিত ‘সেক্সচুয়াল ডিসফাংশন : এ হিডেন চ্যাপ্টার ইন সাইকিয়াট্রি’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ডা. কামরুল হাসান খান বলেন, যৌনস্বাস্থ্য একটি প্রয়োজনীয় বিষয় ও সমস্যা হলেও এর কর্মকাণ্ড ও চিকিৎসাসেবা সীমিত। যথা সময়ে সঠিক চিকিৎসা না পাওয়ায় এ রোগে আক্রান্ত রোগীদের অনেক ক্ষতি হয়ে থাকে। দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ যৌনস্বাস্থ্যের সঠিক সেবা কোথায় পাওয়া যায় সেটাই জানেন না।
তিনি আরো বলেন, মনোরোগ বিদ্যা বিভাগের চিকিৎসকদের কাছে রোগীরা শুধু চিকিৎসাসেবা নিতে আসেন না। আশ্রয়ের জন্যও আসেন। কারণ এ ধরণের রোগীরা খুবই অসহায় অবস্থায় থাকেন। তাই মনোরোগ বিদ্যা বিভাগের চিকিৎসকদের একটু বেশি হাসি-খুশি ও অধিক ধৈর্য থাকাটাই স্বাভাবিক। যাতে রোগীরা প্রাণ খুলে চিকিৎসকের কাছে মনের কথা (রোগীর সমস্যা) বলতে পারেন।
বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, যৌন সংক্রান্ত বিষয়ে অনেক সময় সুস্থ মানুষও বিভিন্ন অপচিকিৎসা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সমস্যা থেকে তাদেরকে রক্ষা করাটা জরুরি।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, যৌন সমস্যার চিকিৎসায় চর্ম ও যৌনব্যাধি বিভাগ, মনোরোগ বিদ্যা বিভাগ, ইউরোলজি বিভাগ, গাইনি বিভাগ ও অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের চিকিৎসকদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় থাকা প্রয়োজন।
অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া (স্বপন) বলেন, সামাজিকভাবে বিষয়টি নাজুক অবস্থায় রয়েছে। তবে বয়োসন্ধিকাল থেকেই এ বিষয়ে সঠিক তথ্য জানা প্রয়োজন। কেউ এ সমস্যায় আক্রান্ত হলে তাকে সঠিক চিকিৎসার আওতায় নিয়ে আসাটা চিকিৎসকের নৈতিক দায়িত্ব।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. এস এম এ সালাহ্উদ্দীন কাউসার (বিপ্লব)। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থী চিকিৎসকের মাঝে সনদ বিতরণ করা হয়।
মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া (স্বপন) বক্তব্য রাখেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বিএসএমএমইউ’র প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ১২ তলায় সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিকে যৌন বিষয়ে ভুল ধারণা, যৌন সমস্যা বিষয়ে পরামর্শ, যৌন আগ্রহজনিত সমস্যা, যৌন উত্তেজনা জনিত সমস্যা, যৌনানুভূতি সংক্রান্ত সমস্যা, যৌনকালীন স্থায়ীত্বের সমস্যা, যৌনকালীন সময়ে ব্যাথা, স্বাভাবিক বা অস্বাভাবিক যৌন আকর্ষণ জনিত সমস্যা ইত্যাদি বিষয়ে বিজ্ঞানসম্মত চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়।
এমইউ/আরএস/পিআর