নারীদের ক্যান্সারের ঝুঁকি বেশি : এসিএস
আমেরিকান ক্যান্সার সোসাইটির (এসিএস) গবেষকদের মতে, পুরুষদের চেয়ে নারীদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তাদের আশঙ্কা, ২০৩০ সালের মধ্যে প্রতিবছর ৫৫ লাখ নারী ক্যান্সারে আক্রান্ত হবে।
চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানচেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
এসিএসের প্রতিবেদনে উঠে এসেছে, অল্পবয়সী ও মাঝবয়সী নারীদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে কিভাবে তাদের পরিবার আর্থিক সংগতি হারাচ্ছে।
‘দ্য গ্লোবাল বার্ডেন অব ক্যান্সার ইন উইমেন’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ধরনের ক্যান্সারের মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো স্তন ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার, ফুসফুস ক্যান্সার ও সার্ভিক্যাল ক্যান্সার।
এসব ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসায় ভালো ফল সম্ভব বলেও উল্লেখ করা হয়েছে।
এনএফ/আরআইপি