মেডিকেলে ভর্তি : লোডশেডিংয়ের কারণে ওএমআর শিট স্ক্যানিং ব্যাহত


প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৮ অক্টোবর ২০১৬

মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশে স্বাস্থ্য অধিদফতরের আন্তরিকতা থাকলেও লোডশেডিংয়ের কারণে ওএমআর শিট স্ক্যানিং ব্যাহত হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুর রশীদের কক্ষে স্থাপিত চারটি অপটিক ম্যাগনেটিক রিডার (ওএমআর) মেশিনে শনিবার সকাল ৮টা থেকে স্ক্যানিং শুরু হয়।

রাত ৮টায় নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, দুপুরে লোডশেডিংয়ের কারণে স্ক্যানিং কার্যক্রম বাধাগ্রস্ত হয়। রাত সাড়ে ৭টা পর্যন্ত অর্ধেকের মতো ওএমআর শিট স্ক্যানিং শেষ হয়েছে।

তিনি আরো বলেন, আজ রাতের মধ্যেই প্রথম দফা স্ক্যানিং শেষ করার ইচ্ছে রয়েছে। ড. জাফর ইকবালসহ ওভারসাইট কমিটির নেতারা স্বাস্থ্য অধিদফতরে অবস্থান করছেন।

শনিবার সকালে অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জাগো নিউজকে জানান, গতকালের ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৮৬ হাজার ৮৯৫ জন। ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮২৮ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি কলেজে আসন সংখ্যা ৩ হাজার ২১২ এবং বেসরকারি কলেজে ৬ হাজার ২০৫টি।

এমইউ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।