দুই বছরে ২১ ক্যান্সার রোগীর সফল অস্ত্রোপচার


প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৫ জুন ২০১৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্লান্টটেশন ইউনিটে গত দুই বছরে ২১ জন ক্যান্সার রোগীর সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তারা সকলেই সুস্থ রয়েছেন।

`বোনম্যারো ট্রান্সপ্লান্ট : সাফল্যের দুই বছর` উপলক্ষে ঢামেকের হেমাটোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. এম এ খান তিনি এ তথ্য জানান।

অধ্যাপক এম এ খান জানান, এ রোগের রোগীদের আনুমানিক পাঁচ লাখ টাকা খরচ করতে হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় যা খুবই কম।

সংবাদ সম্মেলনে ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মিজানুর রহমান ও সহকারী পরিচালক ডা. খাজা আবদুল গফুরসহ অন্যান্যরা উপস্থিত আছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২২ অক্টোবর এ ইউনিটের উদ্বোধন হয়। প্রথম বোনম্যারু ট্রান্সপ্লান্ট করা হয় ২০১৪ সালের ১০ মার্চ।

এমইউ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।