বেকার নার্সদের উপর নির্বিচারে লাঠিচার্জ : আহত অর্ধশত


প্রকাশিত: ০৩:০১ পিএম, ০১ জুন ২০১৬

প্রধানমন্ত্রীর সাক্ষাত চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে যাওয়ার সময় আন্দোলনরত বেকার নার্সদের উপর নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

বুধবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। জাগো নিউজের সঙ্গে আলাপকালে এমন দাবি করেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসেইন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় না পেয়ে হতাশাগ্রস্ত নার্সরা ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে যাওয়ার পথে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে।

তিনি আরো জানান, এতে অর্ধশত নার্স আহত হয়। আহতদের মধ্যে সাতজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশাঙ্কজনক।

ধানমন্ডি থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, বাড়ির ব্যরিকেডের সামনে অবস্থান করার সময় আমরা তাদের সরিয়ে দেই। কোনো লাটিচার্জের ঘটনা ঘটেনি।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের উপর লাটিচার্জ করা হয়েছে। এমনকি গরম পানি পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে।

এদিকে বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার জানান, পুলিশ গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করেছে।

এমইউ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।