দুর্ঘটনায় আহতদের জরুরি সেবায় বিএমইউতে চিকিৎসকদের প্রশিক্ষণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০০ এএম, ২৫ মার্চ ২০২৫

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে অ্যাসেনশিয়াল অব ট্রমা কেয়ার ইন দ্য ইমার্জেন্সি রুম বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) অর্থোপেডিক সার্জারি বিভাগ এবং প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া-এর যৌথ উদ্যোগে এ আয়োজন হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজকের সিএমইতে আহত রোগীদের বিশ্বের সাথে তাল মিলিয়ে সর্বাধুনিক জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য তথ্যসমৃদ্ধ, জ্ঞানগর্ভ, প্রজ্ঞাময়, বাস্তবধর্মী প্রবন্ধ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উপস্থাপনা করেন ইউনিভার্সিটি অব টেক্সাসের ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসাহি মাকসুরা হোসাইন।

অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল ইসলাম এর সাভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী ইকবাল মাহমুদ এর সঞ্চালনায় বিএমইউর প্রক্টর অর্থোপেডিক সার্জন সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ফয়সাল, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শাহিদুল হাসান, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া-এর ইলেকটেড সভাপতি ডা. শাকিল ফরিদ, হসপিটাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. আকতারুজ্জামান, প্লাস্টিক সার্জন ডা. তৌফিক এলাহী প্রমুখ বিএমইউ এর অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ছাত্রছাত্রীবন্দৃ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউজে/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।