মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

রোগের ধরনে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১৮ মার্চ ২০২৫
কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, করোনার আগে ও পরে রোগের যে ধরন সেখানে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না। শিগগির হাসপাতালে মানুষ ও প্রাণীর একই ওষুধ চলে আসবে। মানুষ ও প্রাণীকে আলাদা করা হলেও যখন প্রাণিসম্পদ বলা হবে তখন মানুষসহ প্রাণী অন্তর্ভুক্ত হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঢাকাস্থ কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভেটেরিনারি চিকিৎসকদের রোগগুলো নির্ণয়ের যে সক্ষমতা রয়েছে তা সত্যিই গর্বের। হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অনেক ভালো কাজ করে যাচ্ছেন। কিন্তু সে অর্থে প্রচারণা কম। তাই আপনাদের কার্যক্রম সম্পর্কে যেন জনগণ জানতে পারে সে লক্ষ্যে প্রচার কার্যক্রম আরও বাড়াতে হবে।

তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নানান সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যাচ্ছে। ভেটেরিনারি চিকিৎসক হিসেবে আপনারা যেভাবে পোষা প্রাণী নিয়ে কাজ করছেন তা প্রশংসনীয়। আপনাদের পাশাপাশি সমাজে অনেক এনিমেল ওয়েলফেয়ার সংগঠন পোষা প্রাণী নিয়ে কাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপদেষ্টা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে জনবল ও পরিবহন সংকট দূরীকরণে এবং ডে-কেয়ার স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

রোগের ধরনে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল অসুস্থ গবাদি প্রাণী, পোষা প্রাণী, হাঁস-মুরগি ও পাখির চিকিৎসাসেবা দেওয়ার মাধ্যমে একদিকে যেমন প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে, অন্যদিকে খামারিদের জীবনযাপনের ব্যয় নির্বাহ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সার্বিকভাবে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল বাংলাদেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ও জিডিপি বাড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল আজিজ আল মামুনসহ ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা এসময় বক্তৃতা দেন।

কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে প্রাণীর চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার দুই শিফটে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রাণীর চিকিৎসাসেবা দেওয়া হয়।

এনএইচ/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।