বিশেষ বিসিএসে নিয়োগ হবে ২ হাজার চিকিৎসক: সায়েদুর রহমান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৩ মার্চ ২০২৫
প্রেস ব্রিফিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান

দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের ঘাটতি মেটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, ৪৫, ৪৬ এবং ৪৭তম বিসিএসে যথাক্রমে ৪৫০, ১৬৮২ এবং ১৩৩১ জন চিকিৎসক নিয়োগের উদ্যোগ চলমান রয়েছে। তিনটি বিসিএস চলমান থাকা সত্ত্বেও দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। এ কারণে এক বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে ২ হাজার চিকিৎসক নিয়োগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৯ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. মো. সায়েদুর রহমান বলেন, গতকাল হাইকোর্ট প্রিফিক্স হিসেবে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করার বিষয়ে দীর্ঘ ১২ বছর ধরে চলা রিটের রায় দিয়েছেন। যা এ সম্পর্কিত সব ধরনের বিভ্রান্তি, দ্বিধা ও অস্বস্তি দূর করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, সব ক্যাডারের জন্য বয়সসীমা ৩২ করা হলে আনুপাতিক হারে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ক্ষেত্রে তা ৩৪ হওয়ার কথা। তবে সেটি এবার বৃদ্ধি করা হয়নি। আমরা এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বিষয়টি নিয়ে অনুরোধ জানালেও সেটি গৃহীত হয়নি। এর পরও গত ৫ মার্চ বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

সব পক্ষের সঙ্গে আলোচনার পর স্বাস্থ্য সুরক্ষা আইন চূড়ান্ত পর্যায়ে আছে জানিয়ে প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কিছু বিষয় অন্তর্ভুক্তি, বর্জন বা পরিমার্জনের জন্য কমিশনের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে, যা শিগগির পাওয়া যাবে।

চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের অবসান করার চেষ্টা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রায় সব গুরুত্বপূর্ণ পদে বঞ্চিত ও বৈষম্যের শিকারদের মধ্য থেকে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হয়েছে। পদোন্নতিযোগ্য বিশেষজ্ঞদের পদোন্নতিদানে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সুপারনিউমারি পদ সৃষ্টির কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসকদের জন্য নেওয়া উদ্যোগের পাশাপাশি আমরা নার্সসহ অন্যান্য সব সহায়ক জনশক্তির নিয়োগের প্রক্রিয়াকেও গতিশীল করেছি, যেন সম্ভাব্য স্বল্প সময়ে সব শূন্যপদ পূরণ করা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউজে/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।