২০২৪ সালে নারীদের যত গিনেস রেকর্ড

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিভিন্ন বিভাগে নারী-পুরুষরা স্থান করে নিয়েছেন। ২০২৪ সালে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম লিখিয়েছেন। চলুন এমন কয়েকজন নারী সম্পর্কে জেনে নেওয়া যাক-

বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো নারীর মিলন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দিবস উদযাপন উপলক্ষে তুরস্কের রুমেইসা গেলগি, যার উচ্চতা ৭ ফুট ০.৭ ইঞ্চি (২১৫.১৬ সেমি), এবং ভারতের জ্যোতি আমগে, যার উচ্চতা ২ ফুট ০.৭ ইঞ্চি (৬২.৮ সেমি), লন্ডনের স্যাভয় হোটেলে একত্রিত হয়ে বিকেলের চা পান করেন। তাদের এই মিলন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে।

বুকের দুধ দানে রেকর্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা এলিজাবেথ অ্যান্ডারসন-সিয়েরা ২,৬৪৫ লিটারের বেশি বুকের দুধ দান করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন, যা তার পূর্বের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

পুশ আপ দিয়ে রেকর্ড

পুশ আপ শরীর চর্চার এক অন্যতম জনপ্রিয় উপায়। তবে এবার এই পুশ আপ দিয়েই দ্বিতীয়বারের মতো গিনেস রেকর্ড গড়লেন ৫৯ বছর বয়সী বৃদ্ধা। কানাডার ডোনাজিন ওয়াইল্ড একজন সুপারউইম্যান বটে। ৬০ মিনিটে ১ হাজার ৫৭৫ পুশ আপ দিয়ে রেকর্ড করেছেন। এর আগে এ বছরের মার্চে ৪ ঘণ্টা ৩০ মিনিট ১১ সেকেন্ড প্ল্যাঙ্ক করে রেকর্ড গড়েছিলেন। তিনি দীর্ঘতম সময়ের জন্য পেটের প্ল্যাঙ্ক পজিশনে (নারী) এই রেকর্ড অর্জন করেন।

একটি এফোর কাগজকে ১০৮ মিটার লম্বা করে কেটে রেকর্ড

পেই হাওজেং নামের একজন চীনা পেপার আর্ট শিল্পী একটি এফোর সাইজের কাগজকে সবচেয়ে লম্বা করে কেটে বিশ্বরেকর্ড গড়েছেন। এই কাজটি করতে তার সময় লেগেছে এক বছর। এর আগে পেই আরও দুবার রেকর্ড করেছেন কাগজ ভাঁজ করে ফুল এবং বৃহৎ আকারের শামুক বানিয়ে।

চপস্টিক দিয়ে এক মিনিটে ৩৭টি ভাত খেয়ে রেকর্ড

২৪ বছর বয়সী বাংলাদেশি তরুণী সুমাইয়া চপস্টিক দিয়ে এক মিনিটে ৩৭টি ভাত খেয়েছেন। এর আগে বাংলাদেশের আরেক তরুণী নুসরাত জাহান নিপা এক মিনিটে চপস্টিক দিয়ে ২৭টি ভাত খেয়ে রেকর্ড করেছিলেন।

২৪ ঘণ্টা ১১১ মডেলকে সাজিয়ে রেকর্ড

সিয়েরা লিওনের একজন মেকআপ আর্টিস্ট মেরি ইয়ংগাই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষকে সাজিয়ে রেকর্ড করেছেন। ২৬ বছর বয়সি মেরি ২৪ ঘণ্টায় ১১ জন মডেলকে সাজিয়েছেন। তবে এই সাজানো বলতে যেমন তেমন পুরো মেকওভার করেছেন তিনি।

সবচেয়ে চওড়া জিহ্বা

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে চওড়া জিহ্বা হচ্ছে ব্রিটনি ল্যাকাওর। তার জিহ্বার প্রশস্ততা ৭.৯০ সেমি (৩.১১ ইঞ্চি)। তার জিহ্বা লম্বার চেয়ে ২.৫ সেমি (১ ইঞ্চি) চওড়া। ব্রিটনি ল্যাকাও যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা।

আরও পড়ুন

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।