এটিএম বুথের পিন কোড রহস্য


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১০ এপ্রিল ২০১৬

তথ্যপ্রযুক্তির কল্যাণে অর্থবহনটাও এখন ডিজিটাল। পকেটে টাকা নিয়ে ঘুরতে হয় না। প্রয়োজন শুধু একটা এটিএম কার্ড। ব্যস, হয়ে গেলো। সে না হয় মানলাম। কিন্তু ভেবে দেখেছেন কি, এটিএম কার্ডের পিন নম্বরটা কেন ৪ সংখ্যার হয়? ভাবেননি বা ভেবেছেন। তবে উত্তর পাননি। তাহলে এবার জেনে নিন।

আমাদের টাকার প্রয়োজন হলেই আমরা সোজা চলে যাই ব্যাংকের এটিএম বুথে। পকেট থেকে কার্ডটা বের করে যতো টাকা দরকার, তুলে নেই। কিন্তু টাকা তোলার সময় ৪ সংখ্যার একটি পিন কোড আসে। এটা ৪ না হয়ে ৩, ৫, ৬ বা আরো বেশি সংখ্যার হতে পারতো।

তা হয়নি। এটা ৪ সংখ্যারই করা হয়েছে। কারণ জন শেফার্ড ব্যারন যখন প্রথমবার এটিএম মেশিনের নকশা করেছিলেন, তখন তিনি ৬ সংখ্যারই পিন রেখেছিলেন। ফলে একদিকে কম্বিনেশন যেমন বেশি হয়, তেমন তা জটিলও হয়। মনে রাখার পক্ষেও বেশ ঝামেলার। আর এ বিষয়ে প্রথম অভিযোগ করে তার স্ত্রী। তারপরেই এটিএম এর পিন নেমে আসে ৪ সংখ্যায়।

এসইউ/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।