নতুন বছরে জাগো নিউজের হালখাতা


প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৬ এপ্রিল ২০১৬

বাংলা নতুন বছর উপলক্ষে ‘হালখাতা’ নামে বিশেষ সংখ্যা প্রকাশ করছে জাগোনিউজ২৪.কম। ২২ পৃষ্ঠার এই ভার্চুয়াল সংস্করণে থাকছে নববর্ষ নিয়ে প্রবন্ধ, নিবন্ধ, কবিতা ফিচারসহ বিভিন্ন স্বাদের রান্নার রেসিপি ও টিপস।

জাগো নিউজের সম্পাদক সুজন মাহমুদ বলেন, ‘নববর্ষ উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা বা লেখা প্রকাশ করলেও অনলাইন নিউজ পোর্টালগুলো কেবলই বিশেষ লেখা প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকে। জাগো নিউজ প্রথমবারের মত প্রিন্ট সংবাদপত্রের আদলে বিশেষ সংখ্যা প্রকাশ করছে।’

শুধু নববর্ষেই নয়, বছরের বিশেষ দিনগুলোতে জাগো নিউজ এধরনের বিশেষ সংখ্যা প্রকাশ করবে বলে জানিয়েছেন প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার।

হালখাতার সম্পাদক আরিফুল ইসলাম আরমান জানান, পাঠকের নববর্ষের আনন্দকে বাড়িয়ে দিতেই এই উদ্যোগ। অনলাইন পাঠকদের চাহিদা অনুযায়ী সবকিছুই পাওয়া যাবে এখানে।

নববর্ষ বিষয়ক প্রবন্ধ, নিবন্ধ, তারকার নববর্ষ, সাজসজ্জা, গৃহসজ্জা, রেসিপি ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে এই বিশেষ সংখ্যা। রয়েছে বিশিষ্ট ব্যক্তিদের ছোটবেলার নববর্ষের কথা।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।