১১৫২ ফুট পরচুলা তৈরি করে বিশ্বরেকর্ড

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২১ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত

অনেকেই প্রয়োজনে কিংবা শখে পরচুলা বা উইগ পরেন। নিজের লুক পরিবর্তনের জন্য নানান ধরনের পরাচুলা ব্যবহার করা হয়। তবে ১১৫২ ফুট ৫ ইঞ্চি পরচুলা তৈরি করে রেকর্ড গড়লেন এক নারী।

নাইজেরিয়ান উইগমেকার হেলেন উইলিয়ামস পেশায় একজন উইগমেকার। আট বছর ধরে কাজ করছেন তিনি। প্রতি সপ্তাহে ৫০ থেকে ৩০০ উইগ তৈরি করেন তিনি। পাশাপাশি প্রশিক্ষণও দিয়ে থাকেন অন্যদের উইগ তৈরি করার।

আরও পড়ুন: টানা ১২০ ঘণ্টা রান্না করলেন তিনি 

হেলেন উইলিয়ামস ৩৫১.২৮ মিটার (১,১৫২ ফুট ৫ ইঞ্চি) পরিমাপের বিশ্বের দীর্ঘতম হস্তনির্মিত পরচুলা তৈরি করেছেন। এটি তৈরি করতে হেলেনের সময় লেগেছে ১১ দিন। দুই মিলিয়ন চুল গেলেছে উইগ তৈরিতে।

jagonews24

বাইকের একটি হেলমেটের সঙ্গে সংযুক্ত উইগ-ক্যাপ নেট এবং কালো ফ্যাব্রিক দিয়ে আন্ডারলে তৈরি করার পরে, তিনি ১০০০ বান্ডিল চুল, ১২ টি হেয়ার স্প্রে, ৩৫ টি চুলের আঠার টিউব এবং ৬ হাজার ২৫০ টি চুলের ক্লিপ ব্যবহার করে হেয়ারপিসটি সম্পূর্ণ করেছিলেন।

হেলেনের আগে অনেকেই দীর্ঘ পরচুলা তৈরি করে রেকর্ড করেছেন। সর্বশেষ ২০২২ সালের ২২ নভেম্বর বিশ্বের সবচেয়ে প্রশস্ত পরচুলাটি ড্যানি রেনল্ডস (অস্ট্রেলিয়া তৈরি করেছিলেন এবং ২.৫৮ মিটার (৮ ফুট ৬ ইঞ্চি) প্রস্থ।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।