৭০০ ফুট উচ্চতায় দড়ির উপর হেঁটে বিশ্বরেকর্ড

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৩ আগস্ট ২০২৩

দড়ির ওপর দিয়ে হাঁটা খুবই পরিচিত এক দৃশ্য সবার কাছে। যাকে বলা হয় স্ল্যাকলাইন। বিভিন্ন সার্কাস কিংবা মেলায় গিয়ে এভাবে দড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাওয়ার লেখা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। মাটি থেকে কয়েক ফুট উচ্চতা হবে। দূরত্বও তেমনি মাত্র কয়েক ফুটেই সীমাবদ্ধ। কেউ কেউ ১০ ফুট উচ্চতায়ও হেঁটে বেড়ান অনায়াসে।

তবে জান রুজ হেঁটে পাড়ি দিয়েছেন কাতারের কাতারা টাওয়ারের দুই ভবন। যার একটির থেকে অন্যটির দূরত্ব ১৫০ মিটারেরও বেশি। কোনো কিছুর সাহায্য ছাড়াই এতটা পথ হেঁটে পাড়ি দিয়েছেন জান রুজ। তিনি এস্তোনিয়ার একজন স্ল্যাকলাইন ক্রীড়াবিদ। এর আগেও বহুবার এমন দুঃসাহসিক কাজ করেছেন। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন তিনি।

আরও পড়ুন: টানা ৫৮ ঘণ্টা চুম্বন করে বিশ্বরেকর্ড দম্পতির 

৩১ বছর বয়সী জান রুজ বিশ্বের বিভিন্ন দেশে দুঃসাহসিক সব স্থান দড়িতে হেঁটে পাড়ি দিয়েছেন। ২০২১ সালে কাজাখস্তানে দুই পর্বতের মাঝের ৫০০ মিটার দূরত্ব জানবাজি রেখে পাড়ি দিয়ে সাড়া ফেলেছিলেন।

jagonews24

এবারের রেকর্ডের জন্য বেছে নেন কাতারের দুই সুউচ্চ ভবন। কাতারের লুসাইল মেরিনার ৪০ তলার কাতারা টাওয়ার পাড়ি দেনতিনি। একক ভবনে দড়িতে হেঁটে প্রায় ৫০০ ফুট দূরত্ব অতিক্রম করে গড়েছেন বিশ্ব রেকর্ডও। এছাড়া আড়াই সেন্টিমিটারের দড়িতে এটিই তার সর্বোচ্চ উচ্চতায় হাঁটা।

মাত্র ১৮ বছর বয়সে দড়ির ওপর হাঁটার এই বিশেষ খেলার অনুশীলন শুরু করেন জান রুজ। এরই মধ্যে অর্জন করেছেন তিনবারের স্ল্যাকলাইন বিশ্ব চ্যাপিয়নশিপের খেতাব। অর্জনের ঝুলিতে রয়েছে অনেক বিশ্ব রেকর্ডও। কাজ করেছেন হলিউড সিনেমায় স্ট্যান্টম্যান হিসেবে।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড/ আরব নিউজ

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।