সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মানবিক পাঠশালা

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ৩০ জুন ২০২৩

রুবেল মিয়া নাহিদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়াশুনা করছেন ইরানুল ইসলাম। প্রান্তিক অঞ্চলে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষিতকরণ ও অসহায়, দুঃস্থ, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০১৯ সালের একদল স্বেচ্ছাসেবী তরুণদের নিয়ে প্রতিষ্ঠা করেছেন মানবিক পাঠশালা।

কক্সবাজারের চকরিয়ায় ‘মানবতার শুভেচ্ছা বার্তা’ শ্লোগানে মাত্র ১৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিলো সংগঠনটি। বর্তমানে তাদের স্বেচ্ছাসেবকের সংখ্যা প্রায় ৫০০ জনের অধিক। তারা প্রত্যকে সৃজনশীল চিন্তা, নিজস্ব বুদ্ধিমাত্তা দিয়ে ও স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।

jagonews24

আরও পড়ুন: ১২ বছরে ১২ সন্তানের জননী তিনি 

এরই মধ্যে বেশ কিছু জনকল্যাণমূলক কাজ করে প্রশংসার স্মারক রেখেছে সর্বমহলে। এসব স্বপ্নবাজ তরুণরা করোনাকালীন সময়ে জনসচেতনতা মূলক কর্মসূচী ও মাস্ক বিতরণ, মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লকডাউন চলাকালীন সময়ে নন-কোভিড, প্রসূতি ও মুমূর্ষু রোগীদের বিনামূল্যে যাতায়ত সেবা দেওয়ার প্রয়াসে চালু করেছিলেন মানবিক পরিবহণ।

এছাড়া প্রজেক্ট-আলোকবর্তিকার মাধ্যমে আর্থিক সমস্যায় পড়াশোনা বন্ধ হওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে অধ্যায়ন। প্রজেক্ট-আহারের আওতায় বিভিন্ন এতিমখানা ও বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে খাবার সরবরাহ করে। অবহেলায় থাকা বিভিন্ন শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সংস্করণের কাজ করেছে তারা।

jagonews24

একই সঙ্গে আইনজীবীর সমন্বয়ে প্রজেক্ট-মানবিক ডেস্ক দিয়ে নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা মূলক কর্মসূচী, অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহয়তা প্রদান। দুঃস্থ জনসাধারণ ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ।

আরও পড়ুন: অন্তরালে রয়ে যায় নীলাদের ঈদ 

ঈদুল আজহায় কোরবানির পর পরিষ্কার-পরিচ্ছন্নতায় প্রচার প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছে মানবিক পাঠশালা। এছাড়া জরুরি ব্লাড ডোনেশনে মানবিক ব্লাড ডোনার’স টিম গঠন করেছে মানবিক পাঠশালা। যেখানে প্রায় ১০০ জনেরও বেশি রক্তদাতা প্রস্তুত রেখেছে তারা।

jagonews24

প্রতি মাসে প্রায় ৩০-৫০ ব্যাগ ব্লাড ম্যানেজ করে দিচ্ছে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন গড়ার লক্ষ্যে সমাজের অক্ষরজ্ঞানহীন বয়স্ক ও পথশিশুদের নিয়ে স্বাক্ষরতা কার্যক্রম, প্রযুক্তিনির্ভর জনশক্তি সৃষ্টিতে আইসিটি বিষয়ক কর্মশালা, মেধা অন্বেষণ বৃত্তি পরিক্ষা, শিক্ষার্থীদের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী, ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী নিয়ে কাজ করছে তারা।

এছাড়া সর্বসাধারণের জন্য একটি গ্রন্থাগার ও সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে অধ্যায়নে বিদ্যালয় স্থাপনের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

আরও পড়ুন: বাংলার ঐতিহ্য বায়োস্কোপ নতুন প্রজন্মের কাছে অজানা 

সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে মানবিক পাঠশালার প্রতিষ্ঠাতা ইরানুল ইসলাম বলেন, ‘পারিবারিক অনুপ্রেরণায় একদল স্বপ্নবাজ স্বেচ্ছাসেবকদের নিয়ে সমুদ্র জনপদে মানবতার শুভেচ্ছা বার্তা ছড়িয়ে দিতে চেষ্টা করছি।’

jagonews24

‘করোনাকালে আর্থিক অভাবে অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, মূলত সেসময়ে এক দুজনের পড়াশোনার ব্যয়ভার বহন করতে গিয়ে আজ আমরা হাজারো মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছি।’

‘মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে অসচ্ছল বা সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। মহান সৃষ্টিকর্তা যতদিন বাঁচিয়ে রাখবেন সামর্থ্য অনুযায়ী বছরে অন্তত একটি কাজ করি এরপরও মানবিক কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।