রাশিফল : ৯ ডিসেম্বর
মেষ: পিতৃস্থানীয় ব্যক্তির সহায়তায় বিপন্মুক্তির আশা। সম্পত্তি সংস্কারে পড়শির বাগড়া। অপ্রিয় বাক্যে অন্যকে আঘাত করতে গিয়ে বিড়ম্বনার আশঙ্কা।
বৃষ: কর্মস্থলে ভাগ্যবিড়ম্বনা থেকে মুক্তি। দুর্ঘটনায় আঘাত লাগতে পারে। ললিতকলায় কৃতিত্বের বিশেষ স্বীকৃতির সম্ভাবনা।
মিথুন: বিদেশে কর্মজীবিকার সংস্থান হতে পারে। শুভ অনুষ্ঠানে বিপত্তি রুখে প্রশংসা পেতে পারেন। সম্পত্তির সুরক্ষায় আইনি পরামর্শ।
কর্কট: দাম্পত্য জীবনে সমঝোতার সূত্রে দুরূহ কাজে সাফল্য। অসাবধানতায় মূল্যবান দ্রব্যাদির ক্ষতির আশঙ্কা। সম্পত্তি-মামলায় শুভ ফলের আশা।
সিংহ: মিষ্ট ভাষণে ও সহৃদয় ব্যবহারে অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার। কাজের সূত্রে দূরসফরের যোগ। উচ্চতর বিদ্যার্জন ও গবেষণায় বাধা।
কন্যা: বাঁকা পথে উপার্জন বাড়াতে গিয়ে বিপদের আশঙ্কা। সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মতবিরোধ। পানিপথে ভ্রমণ এড়ানোই ভালো।
তুলা: আবেগের বশে হঠকারিতা থেকে বিপদের আশঙ্কা। অংশীদারের চক্রান্তে ব্যবসায় হঠাৎ লোকসান। রক্তচাপজনিত দুর্বলতায় ভোগান্তি।
বৃশ্চিক: আকস্মিক বদলির সম্ভাবনা দুশ্চিন্তা বাড়াবে। কোনো মহিলাকে ঘিরে দাম্পত্য অশান্তি। মনোরঞ্জনের অস্ত্রে উদ্দেশ্য সফল না-ও হতে পারে।
ধনু: গবেষণায় মৌলিক অবদানের স্বীকৃতির যোগ। ধৈর্য ও মনোবলে শত্রুর মোকাবিলা।
মকর: অপ্রিয় সত্য কথায় পরিবারে মনোমালিন্য বাড়বে। প্রিয়জনের বিয়ে নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা। পানিপথ এড়ানোই ভালো।
কুম্ভ: উপার্জন বাড়ানোর নতুন পন্থা নিয়ে সংসারে মতবিরোধ। চুরি-ডাকাতিতে ক্ষতির আশঙ্কা। স্বজনবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি।
মীন: বিবাদ মিটিয়ে সম্পত্তি উদ্ধারের উপায় হতে পারে। কর্মে পরিবর্তন ও স্থানান্তরে প্রতিষ্ঠার আশা উজ্জ্বল। তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ে সমস্যা বাড়বে।