সোহানের জলবায়ু রক্ষার লড়াই

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৬ মে ২০২৩

রুবেল মিয়া নাহিদ

সোহানুর রহমানের জন্ম ও বেড়ে ওঠা ঝালকাঠি জেলার নথুল্লাবাদ গ্রামে। উপকূলীয় এবং প্রত্যন্ত চরাঞ্চলের প্রামাণ্যচিত্র ধারণের জন্য ২০১৬ সালে একদল তরুণসহ গিয়েছিলেন পটুয়াখালীর রাঙ্গাবালীর চরে। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্গম চর এবং উপকূলীয় অঞ্চলের মানুষের দুরবস্থা দেখে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। এরপর গঠন করেন ‘ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস’ নামের একটি ইয়ুথ নেটওয়ার্ক।

সংগঠনটি বর্তমানে দেশের প্রায় ২৫ জেলায় ১ হাজার ৫০০ স্বেচ্ছাসেবকের সমন্বয়ে কাজ করছে। তৃণমূলের তরুণ প্রতিনিধিদের সমন্বয়ে সংগঠনটি ২০১৭ সালে তৈরি করে যুব জলবায়ু ঘোষণাপত্র। সুইডেনের গ্রেটা থুনবার্গ জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিরুদ্ধে প্রথম জলবায়ু আন্দোলনের ডাক দেওয়ার পর সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে আন্দোলন শুরু করেন। এখনো চালিয়ে যাচ্ছেন।

jagonews24

সংগঠনটি প্যারিসে অনুষ্ঠিত কপ২১-এ অংশ নেওয়া যুব প্রতিনিধিদের প্রস্তুতকৃত হোয়াইট পেপার রিকমেন্ডেশনের ওপর কপ২২-এ অংশগ্রহণকারী ১৭৮ দেশের তরুণদের মধ্যে গ্লোবাল ইয়ুথ লিড প্রজেক্ট কম্পিটিশনে ইয়ুথ অন ওয়াটার অ্যান্ড ক্লাইমেট অ্যাওয়ার্ড বিজয়ী হয়। ২০২০ সালে পিছিয়ে পরা নারীদের জীবনে টেকসই পরিবর্তন আনতে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক সংগঠন উইমেন ডেলিভারের গ্লোবাল ইয়াং লিডার নির্বাচিত হয়। ২০২১ সালে যৌন হয়রানি ও নারীর প্রতি নির্যাতনের বিরুদ্ধে বিশেষ অবদান রাখায় নাসরীন স্মৃতিপদক পেয়েছে অ্যাকশনএইড থেকে।

আরও পড়ুন: ভূমিকম্প হলে দ্রুত যা করবেন 

বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি সংকট হিসেবে দেখা দিয়েছে। এ সংকটের ফলে বাংলাদেশ যেমন চরম বিপদাপন্ন, তেমনি বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই তরুণরাও। জলবায়ু সংকট মোকাবিলায় তরুণরা যেভাবে তৃণমূলে কাজ করে যাচ্ছেন, পাশাপাশি উচ্চকিত কণ্ঠস্বর নিয়ে সোচ্চার ভূমিকা পালন করছে বৈশ্বিক প্লাটফর্মেও। গড়ে তুলছে বৈশ্বিক জলবায়ু সুবিচার আন্দোলন। বিশ্ব নেতাদের চোখে চোখ রেখে কথা বলছে, আওতায় আনছে জবাবদিহিতার।

jagonews24

তেমনি এক বৈশ্বিক তরুণ জলবায়ু যোদ্ধাদের মুখ সোহানুর রহমান। পরিবেশ সুরক্ষার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি এবং টেকসই ভবিষ্যৎ তৈরির আকাঙ্ক্ষার সঙ্গে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একটি নেতৃস্থানীয় কণ্ঠস্বর হয়ে উঠছেন। যিনি মিশরে সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রথম অফিসিয়াল ডেলিগেট হিসেবে তুলে ধরেছেন বাংলাদেশের গল্প।

জলবায়ু অ্যাক্টিভিজম দিগন্তে দ্রুত ঝড় তোলা তরুণ সোহানুর রহমান শৈশব থেকেই জলবায়ু অভিঘাতে সৃষ্ট দুর্যোগে আক্রান্ত হয়েছেন বহুবার। দুঃখ-কষ্টকে রূপ দিয়েছেন আন্দোলনে। মাত্র ২২ বছর বয়সে গড়ে তুলেছেন তৃণমূলের তরুণদের নেতৃত্বে বৃহৎ জলবায়ু আন্দোলন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। তিনি নিজ দেশে জলবায়ু সুবিচার ও পরিবেশ সুরক্ষায় তরুণ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন জলবায়ু নীতি নির্ধারণে।

jagonews24

আরও পড়ুন: ঘূর্ণিঝড় থেকে বাঁচতে আগেই যা করবেন 

নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সোহানুর এরই মধ্যে জলবায়ু সক্রিয়তার জগতে ব্যাপক প্রভাব ফেলেছেন। পরিবেশ ও মানুষের প্রতি তার আবেগ, সমাজের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি, সাহস এবং নিঃস্বার্থ অবদান দেশের সীমানা পেরিয়ে অনেক দেশের তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক। তার কাজ জলবায়ু সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণে সচেতনতা বাড়াতে সাহায্যে করছে। তার বহু অর্জন এবং পরিবেশ রক্ষায় অটল প্রতিশ্রুতি দিয়ে অনেক বিদেশি সংস্থা ও কূটনীতিকদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন সোহান।

jagonews24

কাজের পাশাপশি সোহানুর একজন তরুণ বক্তা এবং অ্যাডভোকেট। নিয়মিত জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষা নিয়ে আলোচনা এবং বিতর্কে অবদান রাখেন। তার লেখা বেশ কয়েকটি নেতৃস্থানীয় সংবাদপত্র এবং জার্নালে প্রকাশিত হয়েছে। তার বক্তৃতা বিশ্বের শ্রোতারা শুনেছেন। সোহানুরকে অন্য তরুণ অ্যাক্টিভিস্টদের থেকে আলাদা করার একটি বিষয় হলো জলবায়ু পরিবর্তনের বিষয়ে তার অনন্য দৃষ্টিভঙ্গি।

বাংলাদেশের একজন তরুণ হিসেবে তিনি জরুরি জলবায়ু পদক্ষেপ সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করেছেন। একই সময়ে তিনি এটাও স্বীকার করেন যে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক লড়াই। সমস্যাটি মোকাবিলায় বিশ্বের তরুণদের উদ্যোগী হতে হবে। স্থানীয়ভাবে আর বৈশ্বিক পর্যায়ে একত্রিত হয়ে সম্মিলিতভাবে আওয়াজ তুলতে হবে দূষণকারীদের বিরুদ্ধে। নিশ্চিত করতে হবে জলবায়ু সুবিচার, যেটাই এখন পৃথিবীর মানুষের প্রধান চাওয়া।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।