পাঁচ টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ কেনাকাটা

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২০ এপ্রিল ২০২৩

মামুনূর রহমান হৃদয়
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ এলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে ছিন্নমূল মানুষের ঘরে নেই নতুন কাপড়। তাই তো মেহেরপুরের সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে হাসি ফোটাতে ‘মেহেরপুর ভাবনা’ নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ।

পাঁচ টাকায় একটি টিকিট সংগ্রহ করে পছন্দমতো জামা, প্যান্ট ক্রয় করছেন অবহেলিত এই মানুষগুলো। ১০০ শিশু ও ৬০টি পরিবারের জন্য এমন ব্যবস্থা করে সংগঠনটি।

৫ টাকায় পছন্দমতো পোশাক পেয়ে খুশিতে আত্মহারা ছোট্ট শিশুগুলো! তাদের না আছে অভাবের চিন্তা না আছে দিনকে দিন জিনিসপত্রের বাড়তে থাকা দামের চিন্তা। কিন্তু পরিবারতো চায় তাদের ছোট আদরের সন্তানকে নতুন জামা পরাতে। কিন্তু সাধ থাকলেও সাধ্য যে দিচ্ছে বাধা। তাই ‘মেহেরপুর ভাবনা’ এর এমন উদ্যোগ মনে দাগ কেটেছে সবার।

আরও পড়ুন: ঈদ কার্ড এখন সোনালি অতীতের সুখস্মৃতি 

নিম্ন আয়ের মানুষ। গত বছর যে পোশাক পরে মসজিদে গিয়েছেন তারা হয়তো ভাবছিলেন এ বছর সেই জামা পরেই ঈদ পার করবেন। কিন্তু সন্তানদের নতুন জামার কথা মাথা থেকে যেন নামতেই চাইছে না। পাশে থেকে আপন ভাইয়ের মতো যেই ভালোবাসা দেখিয়েছে সংগঠনটি তাতে আবেগাপ্লুত শিশুগুলোর পরিবার।

শিশুদের উল্লাস চোখে পড়ার মতো। যেন আজই ঈদ। কিন্তু তা নয়। এই খুশি তাদের নতুন জামার। তাও তারা কিনেছে দাম দিয়ে। হোক সেটা পাঁচ টাকা কিংবা তার বেশি। তাদের আনন্দ তারা ঈদে সাজবে নতুন সাজে। এখন শুধু ঈদের অপেক্ষা।

লেখক: শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।