অনলাইনে টিন সার্টিফিকেট করবেন যেভাবে

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৫ নভেম্বর ২০২২

 

বর্তমানে অনেক কাজেই টিন বা টিআইএন (TIN) সার্টিফিকেটের প্রয়োজন হয়। বিশেষ করে পাসপোর্ট করে গেলে বা ব্যাংক অ্যাকাউন্ট, লোন নিতে গেলেই আপনার কাছে টিন সার্টিফিকেট চাইবে। সরকারি বিভিন্ন আর্থিক সুবিধা নিতে কিংবা কর পরিশোধ করতে প্রয়োজন হয় আয়কর নিবন্ধন সনদ বা টিন সার্টিফিকেট।

খুব সহজে ঘরে বসেই নিজের টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন। এমনকি বিনামূল্যে অনলাইনে এই টিন সার্টিফিকেট তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক অনলাইনে টিন সার্টিফিকেট তৈরি করার উপায়-

>> প্রথমে www.incometax.gov.bd লিঙ্কে প্রবেশ করুন।
>> আয়কর ওয়েবসাইটের মেনু থেকে রেজিস্ট্রার বাটনে ক্লিক করুন।
>> রেজিস্ট্রার ফরমের শূন্য ঘরগুলো প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ শেষে রেজিস্ট্রার বাটন ক্লিক করতে হবে।
>> রেজিস্ট্রার ফরমে দেওয়া আপনার ফোন নম্বরে তাৎক্ষণিকভাবে একটি কোড আসবে এবং পর্দায় থাকা ডায়ালগ বক্সে কোডটি লিখে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
>> এবার লগইন অপশনে ক্লিক করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে ওপেন করুন।
>> এখানে বাঁ দিকে উপরে টিন অ্যাপ্লিকেশন অপশনটি সিলেক্ট করুন।
>> একটি ফরম আসবে, আপনার সব তথ্য দিয়ে পূরণ করুন এবং নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যান।
>> আরও একটি ফরম পাবেন পূরণ করুন এবং নেক্সট ক্লিক করুন।
>> এবার আপনি এতক্ষণ যে যে তথ্য দিয়েছেন সেগুলো দেখতে পাবেন। সংশোধন করতে চাইলে করতে পারবেন তারপর সাবমিট করে দিন।
>> তৈরি হয়ে গেল আপনার টিন সার্টিফিকেট। প্রিন্টে ক্লিক করে সার্টিফিকেট প্রিন্ট করে নিতে পারবেন।

তবে মনে রাখবেন, একজন ব্যক্তি জীবনে একবারই টিন সার্টিফিকেট করতে পারবেন। একবার টিন সার্টিফিকেট করা হলে আয়কর নিবন্ধন ওয়েবসাইটে লগইন করে টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তবে যদি কখনো ডাউনলোড করা টিন সার্টিফিকেট হারিয়ে ফেলেন, তাহলে সেটি আয়কর নিবন্ধন ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবার ডাউনলোড করতে পারবেন।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।