তৃতীয় লিঙ্গের জন্য জি-ট্যাক্সি


প্রকাশিত: ১১:২৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

তৃতীয় লিঙ্গের জন্য সমান অধিকার নিয়ে চারিদিকে ব্যাপক আলোচনা। বিভিন্ন দেশের সরকারও এগিয়ে এসেছে তাদের অধিকার নিশ্চিত করতে। এবার ভারতের কেরালা সরকার এক বিশেষ উদ্যোগ নিয়েছে। সবকিছু ঠিক থাকলে এবার কেরালার রাস্তায় নামবে ‘জি-ট্যাক্সি’ (জেন্ডার ট্যাক্সি)।

জানা যায়, সমাজে তৃতীয় লিঙ্গের অবস্থান তুলে ধরতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার। সেই সূত্র ধরেই এই জি-ট্যাক্সির মালিক হবেন তৃতীয় লিঙ্গরা। এমনকী তা চালাবেনও তারা। তবে শি-ট্যাক্সি যেমন নারীদের জন্যই বিশেষভাবে তৈরি হয়েছে। তেমনটা নয় জি-ট্যাক্সি। এতে সব ধরনের যাত্রীই উঠতে পারবেন।

সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের মধ্যেই রাস্তায় দেখা যাবে বিশেষ এই পরিবহন। এতে জিপিএসসহ সব ধরনের বিশেষ আধুনিক বৈশিষ্ট্য থাকবে।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।