স্বরূপে ফিরলেন মোহাম্মদ আমির


প্রকাশিত: ০৬:০১ এএম, ২৫ জানুয়ারি ২০১৬

নানা চড়াই-উতরাই পেরিয়ে, নানা বাধার পাহাড় ডিঙিয়ে ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারো পাকিস্তান জাতীয় দলের জার্সিটা গায়ে উঠেছে মোহাম্মদ আমিরের। তবে ঐ সিরিজে তেমন সুবিধা করতে না পারলেও ওয়ানডে সিরিজে ঠিকই স্বরূপে ফিরেছেন আমির।

সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮.১ ওভার বল করে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ইকোনোমি রেট ছিল ৩.৪২। যা পাকিস্তানের হয়ে সেরা বোলিং ফিগার।  মোহাম্মদ আমিরের শিকারে পরিণত হয়েছেন টম লাথাম (১১), কোরি অ্যান্ডারসন (১০) ও লুক রনকি (৫)।

এদিকে আমিরের নজরকারা বোলিং সত্ত্বেও প্রথম ওয়ানডেতে স্বাগতিকের কাছে ৭০ রানে হেরে গেছে সফরকারী পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজও হার দিয়ে শুরু করলো আজাহার বাহিনী।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।