রাজধানীতে জাল বিদেশি মুদ্রাসহ আটক ৩


প্রকাশিত: ০৮:০৩ এএম, ২১ জানুয়ারি ২০১৬

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে বিপুল পরিমাণ জাল রুপিসহ তিন জনকে আটক করেছে র‌্যাব-২। এদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভুত পাকিস্তানি নাগরিক। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মাহমুদ রেহমান (৫৭), মোজাম্মেল হক (৪০) ও ফারুক আহমেদ (২৬)। এদের মধ্যে মাহমুদ রেহমান বাংলাদেশি বংশোদ্ভুত পাকিস্তানি নাগরিক। তার কাছ থেকে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের পাসপোর্ট পাওয়া গেছে।

র‌্যাব জানায়, আটকের সময় আসামিদের কাছ থেকে তিন লাখ জাল ভারতীয় রুপি, মার্কিন ডলার এবং ২৭ শ’ পাকিস্তানি রূপি জব্দ করা হয়েছে। এছাড়াও তাদের কাছে পাকিস্তানি জাতীয় পত্র ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এআর/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।