আজকের সাধারণ জ্ঞান : ১৯ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান’ নিয়ে জাগো জবসের ৩য় পর্বের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ‘হেড মৌলভী’ কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে?
উত্তর : ইংরেজি+ফার্সি।

২. প্রশ্ন : ‘রবীন্দ্র’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : রবি + ইন্দ্র।

৩. প্রশ্ন : ‘এ যে আমাদের চেনা লোক’- চেনা কোন পদ?
উত্তর : বিশেষণ।

৪. প্রশ্ন : প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর : উৎকর্ষ।

৫. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস?
উত্তর : কুহেলিকা।

৬. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের একটি পত্রকাব্য?
উত্তর : বীরাঙ্গনা।

৭. প্রশ্ন : ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
উত্তর : সোনার তরী।

৮. প্রশ্ন : ‘আমি কিংবদন্তীর কথা বলছি’- কবিতাটি কার লেখা?
উত্তর : আবু জাফর ওবায়দুল্লাহ।

৯. প্রশ্ন : শওকত ওসমানের রচনা নয় যেটা?
উত্তর : ভেজাল।

১০. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের রচনা নয় যেটা?
উত্তর : বালুচর।

১১. প্রশ্ন : সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?
উত্তর : ১৯১৪।

১২. প্রশ্ন : একটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
উত্তর : পায়ের আওয়াজ পাওয়া যায়।

১৩. প্রশ্ন : জসীম উদদীনের একটি নাটক?
উত্তর : বেদের মেয়ে।

১৪. প্রশ্ন : মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
উত্তর : শ্রী চৈতন্য দেব।

১৫. প্রশ্ন : মুনীর চৌধুরী অনুদিত একটি নাটক-
উত্তর : মুখরা রমণী বশীকরণ।

১৬. প্রশ্ন : যেটা উপন্যাস নয়?
উত্তর : কবিতার কথা।

১৭. প্রশ্ন : ‘বিষাদ সিন্ধু’ একটি–
উত্তর : ইতিহাস আশ্রয়ী উপন্যাস।

১৮. প্রশ্ন : মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৭৬০।

১৯. প্রশ্ন : বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তর : ৮টি।

২০. প্রশ্ন : ‘বিজ্ঞান’শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
উত্তর : জ+ঞ।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।