বশীকরণ স্প্রে, হাতের মুঠোয় প্রেমিকা!
কেবলমাত্র কয়েকটা ‘ফ্যাঁস ফ্যাঁস’। ব্যস। প্রেমিকা আপনাকে জাপটে ধরলেন বলে! এমনই একটি স্প্রে আবিষ্কৃত হয়েছে জার্মানিতে। পরীক্ষামূলকভাবে তা প্রয়োগ করে দেখা গেছে, কাজ হচ্ছে। খবর এবেলার
বশীকরণ বা জাদুটোনা নয়। এমন কী, মধ্যযুগের ইউরোপের ‘লাভ-পোশন’ও নয়। এটি নেহাতই নিরীহ একটি নেজাল-স্প্রে। আর এর গন্ধেই কুপোকাত হয়ে যেতে পারেন সুন্দরী প্রেমিকা।
জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, এই বিশেষ নেজাল স্প্রে অক্সিটোসিন হরমোনের এক কৃত্রিম রূপান্তর। এই হরমোনকে সাধারণত ‘লাভ হরমোন’ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। মানুযের প্রেমে পড়ার প্রবৃত্তির মূলে নাকি কাজ করে থাকে এই হরমোনটিই।
এই নেজাল-স্প্রে পরীক্ষামূলকভাবে ৪৬ জন মহিলার উপরে প্রয়োগ করে দেখা গিয়েছে, তাঁরা তাঁদের পুরুষ সঙ্গীর প্রতি তীব্র প্রেম অনুভব করেছেন। এই মহিলাদের বয়স ২০-র কোঠায়।
এএ