কৃষকরাই এদেশের অর্থনীতির চালিকা শক্তি


প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী কমরেড রাশেদ খান মেনন বলেছেন, কৃষকরাই এদেশের অর্থনীতির চালিকা শক্তি। তারা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে বলেই বৈদেশিক মুদ্রার উপর চাপ কম। সেখানেই দেশের শ্রমশক্তির বড় একটি অংশ নিয়োজিত। তাদের আর প্রবাসী শ্রমিকদের কারণেই আজ আমরা বিশ্বব্যাংকের হুকুমধারী উপেক্ষা করতে পারছি।

তিনি বলেন, সেই কৃষকের ফসলের মূল্য নিশ্চিত করতে হবে। না হলে তারা কৃষিকাজে উৎসাহ হারিয়ে ফেলবে। কিন্তু দুর্ভাগ্য এই যে কৃষকরা অতীতের মতো সংগঠিত না। তাদেরকে সংগঠিত করেই কৃষকের সম্মান আর অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ড মাঠে জাতীয় কৃষক সমিতির জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কৃষক সমিতির জেলা সভাপতি বজলুল রহমান মাস্টারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি কমরেড নুরুল হাসান।

সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক নজরুল হক নীলু, অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ, বরিশাল-৩ আসনের এমপি শেখ টিপু সুলতান, কেন্দ্রীয় যুব মৈত্রীর নেতা রফিকুল ইসলাম সুজন, বরিশাল জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. জাকির হোসেন, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক টিএম শাহজাহান তালুকদারসহ অন্যান্যরা।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।