বাবা একজন, সন্তান ৮০০!


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

একজন পুরুষ কতজন সন্তানের পিতা হতে পারেন? একটু থামুন। আপনার ধারণা করা যেকোনো সংখ্যাই কম হয়ে যাবে সাইমন ওয়াটসনের গল্পটি শুনলে। অনন্ত ৮০০ সন্তানের পিতা তিনি! ভাবছেন, কী করে সম্ভব! আসলে আপনি যা ভাবছেন, তাই। সাইমন স্পার্ম ডোনার।

কোনোরকম লুকোচুরি নয়, রীতিমতো বিজ্ঞাপন দিয়ে স্পার্ম ডোনেট করে থাকেন সাইমন। ফেসবুক এবং অন্য সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে দর হেঁকেছেন এক পাত্রের জন্য ৫০ পাউন্ড। জানিয়েছেন, `আমার পরিবার ও বন্ধুরা এই পেশা সম্পর্কে জানে। আমার নিজের সন্তানরাও এই সম্পর্কে ওয়াকিবহাল। ওদের স্কুলের বন্ধুরা এই নিয়ে মজা করে। আমার ছেলেরা বলেছে, ওরা কোনো দিনই এমন পেশায় আসবে না। কিন্তু আমি করছি বলে ওদের কোনও আপত্তি নেই।`

গল্পটা অবিশ্বাস্য হলেও সত্যি, ব্যবসাও জমে উঠেছে বেশ। চাকরি ছেড়ে স্রেফ স্পার্ম বিক্রি করে দিব্যি সংসার চালিয়ে যাচ্ছেন সাইমন। বলছেন, `একেবারে অন্য ধরনের কেরিয়ার তৈরি করেছি।` এভাবেই চলছে গত ১৬ বছর ধরে। ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের এই যুবক বলছেন, `অনেক মহিলাই বলেন, স্পার্ম দেওয়া উচিত বিনাপয়সায়। কিন্তু এক পাত্রের জন্য ৫০ পাউন্ড খুব বেশি দর বলে আমার মনে হয় না।`

সাইমনের নিজের তিনটি সন্তান। দুই ছেলে, এক মেয়ে। এর বাইরে ৮০০-রও বেশি ছেলেমেয়ের ‘জনক’ সাইমনের সন্তানরা এখনও প্রায় প্রতি সপ্তাহে ভ্রূণ হিসেবে আসছে কোনও না কোনও মায়ের গর্ভে। বা, জন্ম নিচ্ছে কোথাও না কোথাও।

এই পেশার জন্য দাম্পত্য জীবনে সংকট এসেছিল সাইমনের। প্রথম বিয়েটি টেকেনি তার। পরে অবশ্য নতুন বান্ধবীও পেয়ে গিয়েছেন। যার এই পেশা নিয়ে কোনো আপত্তি নেই।  

তবে যাকে-তাকে স্পার্ম দেন না সাইমন। বলছেন, `কেউ স্মোক বা ড্রিঙ্ক করলে আমার আপত্তি নেই। কিন্তু কেউ যদি ড্রাগ অ্যাডিক্ট হন, আমি তাঁকে স্পার্ম দিই না।` নিজের ঔরসজাতদের দেখতে ইচ্ছে করে না? সাইমন বলছেন, `ওরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি স্পার্ম দেওয়ার পরে আর সংশ্লিষ্ট মহিলা বা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখি না।`

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।