বিভাগীয় শহরগুলোতে বিআইএম’র প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরামর্শ
বাংলাদেশের প্রশিক্ষণ কার্যক্রমকে অধিকতর বিস্তৃত করতে এবং দক্ষ জনবল গড়ে তুলতে প্রত্যেক বিভাগীয় শহরে একটি করে বিআইএম (বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট) এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। কমিটি বিআইএম-এর অডিট আপত্তিগুলো যথা শিগগিরই সম্ভব নিষ্পত্তি করার সুপারিশ করে।
জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক ও মো. আব্দুল ওদুদ বৈঠকে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় শিল্প মন্ত্রণালয়ের সচিব, বিআইএম-এর মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএস/একে/আরআইপি